
জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাব্বারুল ইসলাম (৩০) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকালে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজিজ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের চান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। জাব্বারুল ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
আব্দুল আজিজ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু জাব্বারুল হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ বা তার পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।
তিনি আরো বলেন, মরদেহ রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বাআলো/এএম
.
Author
Admin
