সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ বাবদ ২৪ লাখ রুপি নিয়েও প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আয়োজকদের।

প্রমোদ শর্মা নামের একজন অনুষ্ঠান ব্যবস্থাপক মোরাদাবাদ পুলিশের কাছে এ অভিযোগ দায়ের করেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। অভিযোগ বলা হয়, নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের জন্য ২৪ লাখ টাকা বুকিং নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু বুকিং রেখেও শেষ মুহূর্তে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হননি।

উত্তরপ্রদেশের জুহুতে ‘দাবাং’খ্যাত এই অভিনেত্রীর বাড়ি। অভিযোগটি তদন্ত করতে জুহু পুলিশের সঙ্গে সোনাক্ষীর বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয় মোরাদাবাদ পুলিশ।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, সোনাক্ষী তখন বাড়িতে ছিলেন না। কয়েক ঘণ্টা অপেক্ষার পর তারা চলে আসেন।

আজ শুক্রবার সোনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়িতে পুলিশ আবারও যাবে বলে জানান তিনি।

তবে সোনাক্ষীর মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সোনাক্ষী তার নয় বছরের ক্যারিয়ারে সবসময়ই সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। অভিযোগকারী যা বলছেন, এর সবই অসত্য এবং ভিত্তিহীন। গণমাধ্যমে সোনাক্ষীর নিষ্কলঙ্ক খ্যাতি নষ্ট করতে কুৎসা রটিয়ে চাঁদাবাজির একটি কৌশল এটা।’

এতে সোনাক্ষী ও তার দল মোটেও নতিস্বীকার করবে না। তিনি (সোনাক্ষী) একেবারেই পেশাদার মানুষ। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে তদন্তকারীদের সহযোগিতা করছি। কারণ আমাদের কাছে লুকানোর মতো কিছু নেই।

স্বাআলো/এসই

.

Author