গোলাগুলিতেই মারা গেলেন শুটার মানিক

জেলা প্রতিনিধি, পাবনা: হত্যা, ডাকাতিসহ ১৫টির অধিক মামলার আসামি সুমন ওরফে শুটার মানিক (৪৮) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ শুক্রবার গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মানিক পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্বটেংরী শেরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

লালপুর থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, গত ৫ জুলাই বড়াইগ্রামে কলেজ ছাত্রকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় শুটার মানিককে আটক করে পুলিশ। হত্যাসহ মোটরসাইকেল ও অটো ছিনতাইয়ের সঙ্গে জড়িত শুটার মানিককে অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের লক্ষে থানায় নিয়ে আসার পথে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে পালানোর চেষ্টাকালে মানিক গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ  মানিককে পুলিশ লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নামে ঈশ্বরদী, লালপুর, বড়াইগ্রামসহ বিভিন্ন থানায় ১৫টির বেশি মামলা রয়েছে। তার সহযোগীদের আটকের অভিযান অব্যাহত আছে।

স্বাআলো/ডিএম

.

Author