গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ

রংপুর ব্যুরো : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার বিকেলে নগরীর সিটি পার্ক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিটি পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে ইসলামী আন্দোলন রংপুর মহানগর কমিটির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল রহমান কাসেমীর সভাপতিত্বে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন>> তলিয়ে গেছে রংপুরের চরাঞ্চল : শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন রংপুর  জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা, জেলা সহ- সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, নগর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুর বকস নগর, সেক্রেটারী আব্দুল রহমান ফারুকী, মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন রংপুর মহানগর সভাপতি মোকছেদ আলী, জেলা সভাপতি তাহের আলী, ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নগর সভাপতি হাবিবুর রহমান, তাহমিদুর রহমান প্রমুখ।

স্বাআলো/এম

.

Author