
জেলা প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া এলাকায় ভারি বর্ষণে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অজয় বড়ুয়া (৫০) ও সুজয় মং মরমা (৪০)। নিহতের খবর নিশ্চিত করেছেন রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।
রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল জানিয়েছেন, রাউজান থেকে বাগান দেখার জন্য একটি অটোরিকশা করে বাঙ্গালহালিয়া থেকে যাওয়ার পথে পথিমধ্যে রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কের কারিগর পাড়ায় পাশের পাহাড়ধসে অটোরিকশার ওপর পড়লে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করছে।
কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানিয়েছেন, রাইখালীর কারিগর পাড়ায় পাহাড়ধসে দুজন নিহতের খবর শুনেছি।
এর আগে গত সোমবার (৮ জুলাই) দুপুরে জেলার কাপ্তাইয়ের কেপিএম কলাবাগান এলাকার মালি কলোনি পাহাড়ধসে সূর্য মল্লিক (৫) নামে এক শিশু ও তাহমিনা বেগম নামের এক নারী মারা গেছে।
স্বাআলো/এসএ
.
Admin
