
রংপুর ব্যুরো: শিশু সায়মাসহ দেশের বিভিন্নস্থানে চলমান নারী শিশু-কিশোর নির্যাতন-নিপীড়ন, ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ধর্ষক-খুনিদের ফাঁসির দাবিতে খেলাঘর রংপুর কমিটির আয়োজনে আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খেলাঘর রংপুরের সমন্বয়ক এলাহী ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামুল ইসলাম বাবলু, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওসমান গণি শুভ্র, উদীচীর সংগঠক দেবদাস ঘোষ দেবু প্রমুখ।
এতে বক্তারা প্রতিদিন শিশুর প্রতি পাশবিক নির্যাতন নিপীড়ন বেড়ে চলেছে। শিশুর হাসিতে সুখি সুন্দর মানবিক বাংলাদেশের স্বপ্ন আজ ধুকে ধুকে মরছে। ধর্ষণ মহামারি আকার ধারণ করায় দেশের প্রত্যেকটি মানুষ আজ তাদের মেয়ে, বোন, স্ত্রী ও স্বজন নিয়ে আতঙ্কিত। কেউ যেন কারো কাছে নিরাপদ নয়।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার কোথাও স্বস্তি নেই। এই অবস্থার পরিবর্তন ও অপরাধীদের দ্রুত বিচার না হলে আমাদের আগামী প্রজন্ম বিপদগামী হবে। ধর্ষকদের আগ্রাসী মনোবৃত্তি আরও বেড়ে যাবে। তাই অবিলম্বে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিচার ব্যবস্থায় আইনের ফাঁকফোকর বন্ধের করতে হবে। মানববন্ধন খেলাঘরের সদস্যরা ছাড়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি,সচেতন মহল ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
স্বাআলো/আরবিএ
.
Admin
