
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষকে আটক করেছে পুলিশ । আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ঘোষপাড়ায় তার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দু’টি মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক সন্দীপ ঘোষকে আটক করা হয়েছে।
মণিরামপুর থানার এএসআই রুহুল আমিন জানান, থানা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ ইকবাল হোসেনের বাড়ীতে হামলা ও ভাংচুর মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামী সন্দীপ ঘোষকে আটক করা হয়েছে।
সন্দীপ ঘোষকে আটক করে ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক সন্দীপ ঘোষ সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আটক সন্দীপ ঘোষ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পৌর এলাকার ঘোষ পাড়ার প্রয়াত অধ্যাপক সুভাষ ঘোষের ছেলে এবং মণিরামপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
স্বাআলো/এসই
.
Admin
