মণিরামপুরে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ইউনিয়নের বাসুদেবপুর বাজারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে প্রথম অধিবেশনের সভার কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক প্রভাষক আলাউদ্দীন লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন।

যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান রুবেলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা রায়হান উদ্দীন, আব্দুল কাদের বিশ্বাস, শেখ আবুল হোসেন, মোহর আলী প্রমূখ।

প্রথম অধিবেশন শেষে সন্ধ্যার পর চলমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।

এরপর ইউনিয়ন যুবলীগের কাউন্সিলর ও ডেলিগেটরা দ্বিতীয় অধিবেশনে অংশ গ্রহণ করেন। উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিতে প্রভাষক আলাউদ্দীন লিটনকে সভাপতি ও হাবিবুর রহমান হাবিবকে সাধারন সম্পাদক ঘোষণা করেন তিনি।

স্বাআলো/এসই

.

Author