রাশিফলে জেনে নিন ১৩ জুলাই দিনটি কেমন যাবে

ডেস্ক রিপোর্ট : আপনি বিশ্বাস করেন আর নাই করেন-অনেকেই কিন্তু রাশিচক্র মেনে চলাচল করেন। যার ফলে তারা ইতিবাচক ফলও পান। তাই আসুন জেনে নেয়া যাক-আজ রাশিফল অনুযায়ী কী আছে আমাদের জীবনে।

মেষ: এই রাশির জাতক জাতিকারা নানান অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হবেন। আজ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে কাজ করার দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন, নাহলেই বিপদ।

বৃষ: এই রাশির জাতক জাতিকারা আজ ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বন্ধুদের ব্যবহারে মনে বেশ দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি।

মিথুন: এই রাশির জাতক জাতিকারা আজ বেশি খরচের মনোভাব এড়িয়ে চলুন ক্ষতি হতে পারে । আজ সারা দিন খুব সাবধানে চলাফেরা করুন কোনো কারণে আজ ভালোরকম রক্তপাতের সম্ভাবনা আছে । দায়িত্ব পালন নিয়ে সংসারে কোনো অশান্তি হতে পারে । হঠাৎ কোনোভাবে উপকৃতও হতে পারেন।

কর্কট: এই রাশির জাতক জাতিকাদের অনেক দিনের পুরনো অশান্তি আবার ঘুরে ফিরে আসার সম্ভাবনা আছে । দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন । ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন । অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধু করতে হতে পারে।

সিংহ: এই রাশির জাতক জাতিকাদের আজ কর্ম স্থানে খুব ধৈর্যের সহিত কাজ করতে হবে । অশুভ কোনও সংকেত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করুন । অন্যের কথায় আজ অর্থ খরচ হতে পারে । সন্তানের দিক থেকে কোনও একটা ভাল খবর আসতে পারে।

কন্যা: এই রাশির জাতক জাতিকাদের আজ কোনও কারণে মনে ভীষণ রকম সংশয় বা ভয় কাজ করবে। অর্থ ভাগ্য ভাল হলেও সঙ্গী থাকবে পরিশ্রম। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসতে পারে। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের অগ্রগতি। আজ আপনার রসিকতা অন্যের বিপদ ডেকে আনতে পারে।

তুলা: এই রাশির জাতক জাতিকাদের স্বপ্নভঙ্গ হতে পারে আজ। ব্যবসায় নজরদারির অভাবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। কাছের কোনও আত্মীয় বিশ্বাসঘাতকতা করতে পারে আজ। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা কম।

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত উদাসীনতার কারণে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। পুরনো কোনও ক্ষত স্থানে পুনরায় আঘাত লাগতে পারে। পরিবারের সকলে আজ পাশে থাকবেন। আপনার যুক্তিপূর্ণ তর্কে শত্রু হার মানবে সহজেই। বন্ধুকে বেশি বিশ্বাস করবেন না।

ধনু: এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। রাস্তায় চলার সময় খুব সতর্ক থাকতে হবে, দুর্ঘটনার আশঙ্কা আছে। কলেজের ছাত্র ছাত্রীদের জন্য শুভ সময়। মেয়েদের গোপন রোগে ভোগান্তি বাড়তে পারে।

মকর: এই রাশির জাতক জাতিকাদের কোনও মহিলা অথবা পুরুষের প্রতি আসক্তি বাড়তে পারে। মনের মধ্যে কোনও বিষয়ে সংশয় থাকলে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন। কাউকে উপকার করতে গিয়ে ব্যবসায় ক্ষতি।

কুম্ভ: এই রাশির জাতক জাতিকাদের গাছের ব্যবসা যারা করেন, তাদের জন্য দিনটি ভাল। অতিরিক্ত রোগের জ্বালায় মানসিক দ্বন্দ্ব বাড়তে পারে। কর্মস্থানে আন্তরিকতার জন্য বাহবা পেতে পারেন। আজ শত্রুর বিষ নজরে পড়তে পারেন। অতিরিক্ত আত্মঅহংকার ক্ষতি ডেকে আনতে পারে।

মীন: এই রাশির জাতক জাতিকাদের সকাল থেকে কোনও শত্রুর জন্য অশুভ চিন্তা মাথায় ভিড় করতে পারে। অক্লান্ত পরিশ্রমের পর ব্যবসায় উন্নতির যোগ দেখা দিতে পারে আজ। সম্ভ্রান্ত কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় বিশেষ লাভ।

স্বাআলো/ডিএম

.

Author