
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এবং প্রতিমন্ত্রী হিসেবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এর আগে, শুক্রবার ইমরান আহমদকে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক আদেশ শুক্রবারই জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, রাষ্ট্রপতি তাদের এ নিয়োগ দিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। শেখ হাসিনার মন্ত্রিসভায় বর্তমানে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-মন্ত্রী রয়েছেন।
স্বাআলো/এসই
.
Author
Admin
