সুন্দরগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : সুন্দরগঞ্জ উপজেলার বন্যা দুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ও দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ হিসেবে চাল ও শুকনো খাবার দেয়া হয়।

জানা যায়, উপজেলার বেলকা ও হরিপুর ইউনিয়ন পরিষদে প্রায় দেড়শ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে বেলকা ইউনিয়নে ২০ কেজি করে ১০০ জনকে চাল ও হরিপুর ইউনিয়নে ৫০ জনকে শুকনো খাবার দেয়া হয়। তবে এসব ত্রাণ ছিল চাহিদার চেয়ে অপ্রতুল। অনেককেই ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।

আরো পড়ুন>> বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী বলেন, আজ শনিবার দুপুর পর্যন্ত দুটি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

স্বাআলো/এম

.

Author