চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার গোপীনাথপুরের ঘরজামাই শিশুকন্যা ধর্ষক আব্দুল মালেককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১টার দিকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নোয়ালীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার এক সংবাদ সম্মেলনে উপরোক্ত তথ্য জানিয়ে বলেন, চুয়াডাঙ্গার সদর থানার ওসি আবু জিহাদ খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল মামলা দায়েরের ২৫ ঘন্টার মধ্যে ধর্ষক আব্দুল মালেককে গ্রেফতার করতে সক্ষম হয় ।

উল্লেখ্য, বুধবার দুপুরে গোপীনাথপুর গ্রামের আব্দুল মালেক বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে ঐ শিশুকে তার ঘরে ডেকে নেয় । এরপর চকলেট দেওয়ার প্রলোভন  দেখিয়ে জোরপূর্বক  ধর্ষণ করে।

এ ব্যপারে বৃহস্পতিবার  রাতে ধর্ষিতার মাতা রত্না খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মালেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্বাআলো/আরবিএ

.

Author