গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : বিদ্যুতের লোড শেডিং, গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিপিবি কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।

স্বাআলো/এম

.

Author