ছেলে হত্যার বিচার চাওয়ায় বাড়ি ছাড়া বাবা

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের চৌগাছায় যুবলীগ নেতা আব্দুল বারিক হত্যা মামলার খুনিরা জামিনে বেরিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে নিহত আব্দুল বারিকের বাবা এই দাবি করেন। একই সাথে তিনি ছেলে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিতা আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন হত্যার শিকার বারিকের ভাই আনিচুর রহমান, হযরত আলী ও ফুফাতো ভাই লেলালুর রহমান বাবু।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বারেক হত্যার সাথে যুক্ত ১৩ আসামি জামিনে মুক্তি পেয়ে তাদের হত্যার হুমকি দিচ্ছে। এজন্য তারা প্রায় এক সপ্তাহ ধরে বাড়ি ছাড়া। এবিষয়ে পুলিশের সহযোগিতা চেয়েও তারা পাননি।

লিখিত বক্তব্যে আব্দুল আজিজ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ফুলসরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও তার ভাই আনিচুর রহমান বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন।এসময় সন্ত্রাসী বিল্লালের নেতৃত্বে একটি দল তাদের নির্মমভাবে কোপায়। তখন তাদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বারিককে মৃত ঘোষণা করেন। আর আনিচুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য  ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব জীবন যাপন করছেন।

আব্দুল আজিজ বলেন, এসব চিহ্নিত সন্ত্রাসীদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারা একসময় জামাত-বিএনপির ক্যাডার ছিল। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগে যোগ দিয়ে কিছু অসাধু নেতার ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

স্বাআলো/ডিএম

.

Author