পাঁচ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : লর্ডসে বৃষ্টিভেজা উইকেটে রান করতে সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের। শুরু থেকেই ধীরে এগোচ্ছে নিউজিল্যান্ড। তবে, এরই মধ্যে তারা প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ১৭৯ রান করতে সক্ষম হয়েছে। সাজঘরে ফিরে গেছেন মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস ও রস টেইলর।পাঁচ উইকেট হারিয়ে এখন চাপে নিউজিল্যান্ড।

বিশ্বকাপে আজ ফাইনাল ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। ৩৪তম ওভারে মার্ক উডের বলে এলবিডব্লিউ হয়েছেন রস টেইলর। ৩১ বলে ১৫ রান করেছেন তিনি। তারপর ৩৯ ওভার শেষে জেমস নিশাম ৩৫ বলে ২৫ রান করে আউট হয়ে সাজগরে ফিরতে হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রান।

ফাইনাল ম্যাচেও ব্যর্থ কিউই ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বলে ১৯ রান করে ফিরে গেছেন তিনি। দলীয় ২৯ রানে ক্রিস ওয়েকসের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গাপটিল। এর আগে তৃতীয় ওভারে ওয়েকসের বলেই হেনরি নিকোলসের বিপক্ষে এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার ‍কুমার ধর্মসেনা। কিন্তু নিকোলস রিভিউ নিয়ে বেঁচে যান। তবে, বাঁচতে পারেননি গাপটিল।

আরো পড়ুন>>> শুরুতেই বড় ধাক্কা নিউজিল্যান্ডের

গাপটিল ফিরে যাওয়ার পর হেনরি নিকোলস ও কেন উইলিয়ামসন জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দলীয় ১০৩ রানে ভাঙে এই জুটি। ফিরে যান অধিনায়ক উইলিয়ামসন। লিয়াম প্লানকেটের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন তিনি। অবশ্য আম্পায়ার প্রথমে আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে সফল হয় ইংলিশরা।

এরপর ২৭তম ওভারে লিয়াম প্লানকেটের বলে বোল্ড হয়েছেন নিকোলস। ৭৭ বলে ৫৫ রান করেছেন তিনি। ওয়ানডেতে এটি তার নবম হাফ সেঞ্চুরি।

স্বাআলো/এএম

.

Author