
আন্তজার্তিক ডেস্ক : বন্যা বিধ্বস্ত নেপালের অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। আজ রবিবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯-এ এবং ৩৬ জন নিখোঁজ রয়েছেন। সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ভারী বর্ষণে বন্যার পাশপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলোর পানি। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী কর্মীরা।
শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রশাসনের তরফ থেকে সকলকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।
স্বাআলো/এসএ
.
Author
Admin
