
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাবার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পুত্র এরিক এরশাদ।
আজ রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপা চেয়ারম্যান। এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।
হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সেনাবাহিনী কেন্দ্রীয় মসজিদে। এরপর পর্যায়ক্রমে সংসদের দক্ষিণ প্লাজা ও বায়তুল মোকাররম মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে হেলিকপ্টারযোগে মরদেহ রংপুরে নেয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে এরশাদকে ঢাকায় এনে সেনাবাহিনী কবরস্থানে দাফন হবে।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
