রংপুরে এরশাদের সমাধি করার আনুষ্ঠানিক দাবি

রংপুর ব্যুরো: জাতীয় পার্টির চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও  সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক নেমে এসেছে রংপুরসহ উত্তরাঞ্চল জুড়ে। এদিকে এরশাদের সমাধি রংপুরের করার দাবি জানিয়েছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পাটি।

আজ রবিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডের জেলা জাতীয় পার্টি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ দাবি জানান।

তিনি বলেন, আমাদের এতিম করে দিয়ে আমাদের ‘রাজনৈতিক পিতা চির বিদায় নিয়েছেন। আমাদের মুখের আর ভাষা নেই। জীবনদশায় এরশাদ আমাদের নির্দেশ দিয়েছিলেন, তার মৃত্যুর পর পল্লীনিবাসে সমাধি দিতে। তাই জাতীয় পার্টির নেতাকর্মী ও রংপুরবাসী চায় এরশাদের সমাধি রংপুরে করা।

তিনি আরো বলেন, মঙ্গলবার স্যারের লাশ আসবে রংপুরে। তার জানাযা নামাজ বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বাআলো/আরবিএ

.

Author