
জেলা প্রতিনিধি, মাগুরা : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৫টি কাপড়ের দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের ফলে ঘটনাটি ঘটে ।
ভ্যারাইটিজ বস্ত্রালয়ের মালিক ইব্রাহীম মোল্যা জানান, রাত ৩ টার দিকে পার্শ্ববর্তী দোকান আল-আমিন ছিট বিতান থেকে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে ।
মাগুরা ফায়ার র্সাভিস স্টেশনের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ বলেন ,আমরা রাত ৩টার দিকে সংবাদ পেয়ে ৩টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর মধ্যে ৫টি কাপড়ের পুড়ে ভষ্মিভুত হয়েছে। এ ঘটনায় শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান ঘটনাস্থল পরির্দশন করেছেন।
স্বাআলো/এসই
.
Author
Admin
