
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপটা একেবারেই ভালো হলো না নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিলের। পুরো টুর্নামেন্টেই নিজের ছায়া হয়ে থাকা গাপটিল ফাইনালেও জ্বলে উঠতে পারলেন না। ম্যাচের সপ্তম ওভারে ক্রিস ওকসের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরার আগে ১৯ রান করেন।
নিউজিল্যান্ডের লোকসান শুধু ওপেনারকে হারানোই নয়, হারিয়েছে ইনিংসের রিভিউটিও। এরআগে নিকোলস রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন। তবে গাপটিলের রিভিউতে দেখা যায়, কুমার ধর্মসেনা সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।
স্কোর:
নিউজিল্যান্ড ২৯/১ (৬.২)
মার্টিন গাপটিল ১৯ (১৮)
হেনরি নিকোলস ৮* (২০)
কেন উইলিয়ামসন ০* (০)
স্বাআলো/এসএ
.
Author
Admin
