
ডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ জুলাই রবিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে তিনি মারা গেছেন। স্বামীর রুহের মাগফিরাতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান রওশন এরশাদ। তার সঙ্গে ছেলে রাহগির আল মাহি এরশাদও ছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান।
টানা কয়েক সপ্তাহ মৃত্যুর সাথে লড়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
স্বাআলো/এসএ
.
Author
Admin
