আইসিসির সেরা একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। আসরে অলরাউন্ড পারফর্মেন্সে ৬০৬ রান ও ১১ উইকেট শিকার টাইগার অলরাউন্ডারের।

দল ব্যর্থ হলেও উজ্জ্বল ছিলেন সাকিব। বিশ্বকাপে প্রথম অলরাউন্ডার হিসেবে ৬০০ এর বেশি রান ও ১১ উইকেট শিকারের কীর্তি সাকিবের। আসরে ব্যাটে-বলে যাদের দুর্দান্ত পারফর্মেন্স ছিল তাদের মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরা ১১ ক্রিকেটারকে। সেরা একাদশের অধিনায়ক হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের হয়ে একাদশে রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের হয়ে আছেন জেসন রয়, জো রুট, বেন স্টোকস, জোফ্রা আর্চার। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারে ও মিচেল স্টার্ক। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। আইসিসি মনোনীত পাঁচ সদস্যের কমিটি বেছে নিয়েছে বিশ্বকাপের সেরা দল।

স্বা্আলো/এএল

.

Author