
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগতমান বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে ইনিন্সটিটিউড অব কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড.শাহিনুর রহমান উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবহান।
এছাড়াও অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী আকতার হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের প্রভাষক এবং এসিস্ট্যান্ট প্রফেসর পর্যায়ের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে দেশের অন্যতম গবেষকদের নিয়ে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি, যারা আজকের নবীন গবেষক তারাই আগামীর উচ্চতর পথ প্রদর্শক। তিনি সবাইকে নিজের ভেতরের মেধাকে কাজে লাগানোর আহবান জানান।’
স্বাআলো/আরবিএ
.
Admin
