
ডেস্ক রিপোর্ট : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ সোমবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে ২য় নামাজে জানাজা সম্পন্ন হয়।
এতে রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ অংশ নেন জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। পরে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় তার মরদেহ। কাল তার মরদেহ নিয়ে যাওয়া হবে রংপুরে।
সাবেক রাষ্ট্রপতি, বর্তমান সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। ঠিক ৫ মাস ৫ দিন আগে হুইল চেয়ারে করে প্রিয় সংসদ ভবনে এসেছিলেন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে। সোমবার (১৫ জুলাই) সকাল সোয়া ১০ টায় তিনি আবারো আসলেন প্রিয় প্রাঙ্গণে। তবে, প্রাণহীন, নিথর ও কফিনে মোড়ানো লাশবাহী গাড়িতে করে। প্রিয় নেতাকে শেষ বারের মতো দেখতে তাই সংসদ ভবন এলাকায় ভিড় করেন জাতীয় পার্টির নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
স্বাআলো/এসএ
.
Admin
