দেশজুড়ে যৌন নিপীরণ, শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, পিরোজপুর: দেশজুড়ে চলমান যৌন নির্যাতন, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের উদ্দোগে অনুষ্ঠিত মানববন্ধনে সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এবং নাজিরপুর কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার, প্রভাষক আবু বকর সিদ্দিক সোহেল, প্রভাষক সাখাওয়াত হোসেন, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীমা রানী ও সহকারি শিক্ষক বীরেন্দ্রনাথ মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ষণ বর্তমান সময়ে মহামারি আকার ধারণ করেছে, যা সর্বত্র ছড়িয়ে পড়েছে। ছোট্ট শিশু থেকে ষাটোর্ধ বৃদ্ধাও রেহাই পাচ্ছে না ধর্ষকদের লালসা থেকে। যে শিশুটি বুঝেই উঠতে পারেনি ধর্ষণ কি, তার আগেই শিশুটির সাথে জঘন্য কাজটি ঘটে যাচ্ছে এবং ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে। বিকৃত যৌনতা আমাদের সমাজকে চেপে ধরছে। পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের জোর দাবি জানিয়েছেন।

স্বাআলো/আরবিএ

.

Author