পঞ্চম শ্রেণির ছাত্রীকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর : নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘ একবছর ধরে ধর্ষণ করা হয়েছে বলে থানায় মামলা করা হয়েছে। প্রথম দিনের ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একবছর ধরে ধর্ষণ করা  হয়। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

ছাত্রীর পরিবার জানিয়েছে, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় (এক বছর পূর্বে) একই গ্রামের দশম শ্রেণির ছাত্র রিফাত আল-মামুন ছাত্রীকে ধর্ষণ করে। একই সাথে তা ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রচারের ভয় দেখিয়ে দীর্ঘ এক বছর যাবত ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিল। সম্প্রতি আল মামুন ও তার বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ’ফেসবুক’ সেই ভিডিওচিত্র প্রকাশ করায় মেয়েটি আত্মহত্যার চেষ্টা চালায়।

পরিবারের পক্ষ থেকে অভিযোগে বলা হয়েছে, রমজান মাসে এ ঘটনায় থানায় মামলা দিতে গেলে পুলিশ ধর্ষণ মামলা না নিয়ে হোমিও চিকিৎসক মোয়াজ্জেমের মোবাইল থেকে ভিডিওটি ফেসবুকে ছড়ানোর অভিযোগে মামুনের বিরুদ্ধে প্রথমে আইসিটি আইনে মামলা দায়ের  করে। এসময় মোয়াজ্জেম হোসেনকে পুলিশ গ্রেফতার করে।

আরো পড়ুন>> সাংবাদিকদের সাথে পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

মামলা থেকে রক্ষা পেতে মামুনের পরিবার ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার পরিবার পালিয়ে যায়। এ ঘটনায় ২ জুলাই মঙ্গলবার  রিফাত আল মামুনসহ চারজনকে আসামি করে নাজিরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করে

নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মুনিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় আইসিটি ও ধর্ষণের পৃথক দুইটি মামলা নেয়া হয়েছে। আসামি রিফাতকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসি ধর্ষক আল-মামুনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

স্বাআলো/এম

 

.

Author