বাগেরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিশ্ব রোডে পণ্যবাহী  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত ও হেলপার আহত হয়েছেন।

আজ সোমবার ভোরে খুলনা- মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাটের মুলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৪ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মিরা ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে ।

নিহত ট্রাক চালক কামাল খুলনার নুরনগর এলাকায় এবং আহত হেলপার শামিম খুলনা টুটপাড়া এলাকার বাসিন্দা। আহত শামিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মাসুদ সরদার জানান, সোমবার সকালে মোংলা থেকে বিদ্যুতের সরমঞ্জাম নিয়ে বরিশালে যাওয়ার পথে পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক কামাল নিহত ও হেলপার শামিম আহত হন। পরে অনেক চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয় এবং আহত হেলপারকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এএম

.

Author