
জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের বিতর্কিত অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান নিউ-বসুন্ধরা রিয়েল এস্টেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক তালুকদার আবদুল মান্নান আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ সোমবার দুপুরে আত্মসমর্পণ করলে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলক চন্দ্র বিশ্বাস জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
১১০ কোটির বেশী টাকা অবৈধভাবে মানি লন্ডারিং করার অভিযোগে দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক শাওন মিয়া গত ৩০ মে বাগেরহাট মডেল থানায় এ মামলাটি করেন।
এ মামলায় প্রধান আসামি করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তালুকদার আব্দুল মান্নান ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাগেরহাট শহরের মিঠাপুকুর মসজিদের ইমাম আনিসুর রহমানকে।
দুদকের অ্যাডভোকেট মিলন ব্যানার্জী জানান, ওই মামলার প্রধান আসামি আব্দুল মান্নান তালুকদার সোমবার আদালতে সারেন্ডার করে জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিনাবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
উল্লেখ্য সুনির্দ্দিষ্ট অভিযোগ রয়েছে, বাগেরহাট কালেক্টরেট এর উমেদার মান্নান তালুকদার ২০১০ সালে চাকরি থেকে অবসরে গিয়ে মাত্র ২/৩ বছরে কোটি কোটি টাকার মালিক বনে যান। সু-চতুর মান্নান তালুকদার ইশা আন্দোলনের মোজাহিদ কমিটি বাগেরহাট জেলা প্রধান হয়ে এবং চরমোনাই পীরের মুরিদ লেবাসে মসজিদের ইমাম ও হাফেজদের মোটা অংকের কমিশনের লোভে ফেলে নিউ বসন্ধরা নামে একটি জমি কেনা-বেচা প্রতিষ্ঠান গড়ে তোলে। চরম দুর্নীতিতে আলোচিত বাগেরহাট জেলা সমবায় অফিস কে নিজের (কতিথ) বানিয়ে রেজিঃ নিয়ে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রাঃ লিঃ নামে কোম্পানির অনুকুলে মসজিদের ইমাম ও হাফেজদের মাধ্যমে সাধারণ মানুষের অর্থলগ্নি করায়।
এই সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কতিপয় অর্থলোভী নেতা, দালাল প্রকৃতির কতিপয় চিহ্নিত সংবাদকর্মী ও রাষ্ট্রের জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের ম্যানেজ করে তালুকদার মান্নান গংরা হাজার হাজার মানুষের নিকট থেকে শত শত কোটি টাকা লগ্নি নিয়েছে। যা সম্পূর্ণ বেআইনি।
আরো পড়ুন>>বাগেরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহততালুকদার আবদুল মান্নান আদালত
মামলার এজাহারে বলেন, ২০১৮ সালের শেষ দিকে বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধানে নামে। প্রায় তিন মাস আগে অনুসন্ধানে নেমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রাথমিকভাবে নানা অনিয়মের অভিযোগের সত্যতা মেলে।
গত ফেব্রুয়ারিতে কমিশনের কাছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অধিকতর তদন্ত ও মামলা করার অনুমতি চাওয়া হয়। কমিশন অনুমতি দেয়ায় মামলাটি করা হয়েছে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২), ৪ (৩) ও ৪ (৪) ধারায় বাগেরহাট সদর মডেল থানায় নিউ বসুন্ধরা রিয়েলস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার ও তার চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে ১১০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করা হয়েছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
