
জেলা প্রতিনিধি, পটুয়াখালী : কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে অটো চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করা হয়েছে। আজ সোমবার অটো চালক কবির সিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার পাখিমারা বাজারে মোটরসাইকেলের কারখানায় অটো চালক কবির সিকদার মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করছিল। এসময় ওই নারী চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে কবির সিকদারকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপার্দ করে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির সিকদার ধর্ষণের কথা স্বীকার করেছেন।
পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্বাআলো/এএল
.
Author
Admin
