
জেলা প্রতিনিধি, মাগুরা : মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা নাজির আহমেদ কলেজের পক্ষ থেকে ১ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে কলেজ চত্বরে এ গাছের চারা বিতরণ করা হয়।
কলেজের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মালা রানী সরকার।
বক্তব্য রাখেন, সদরের একাডেমীক সুপারভাইজার সুর্বনা বিশ্বাস, কলেজ অধ্যক্ষ খন্দকার হায়াত আলী , প্রেসক্লাব সম্পাদক শামীম আহমেদ খান ও অমরেন্দ্র নাথ মৌলিক চ্যাটার্জী প্রমুখ।
সভাপতিত্ব করেন কলেজের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন। গাছের চারা বিতরণের আগে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
