
ডেস্ক রিপোর্ট : পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর সর্বশেষ পাইলটিও বসানো হয়েছে।
গত রবিবার রাত ৮টা ১০ মিনিটে সেতুর ২৬ নং পিলারের ৭ নং পাইলের টপ সেকশনের পাইল স্থাপনের কাজ শেষ হয়। ওইদিন বেলা ১১ টা ৩৫ মিনিটে পাইল বসানোর কাজ শুরু হলেও তা বসাতে সময় লাগে প্রায় সাড়ে ৮ ঘন্টা।
এটি স্থাপনের মধ্যদিয়ে পদ্মা সেতুর মোট ২৯৪ টি পাইলের সবক’ টিই বসানোর কাজ সম্পন্ন হলো।
২০১৫ সালের ১২ ডিসেম্বর থেকে পাইল ড্রাইভ শুরু করার প্রায় সাড়ে তিন বছর পর গতকাল রবিবার সন্ধ্যা রাতে সবক’টি পাইল বসানো শেষ হয়।
স্বাআলো/এসএ
.
Author
Admin
