
জেলা প্রতিনিধি, বরগুনা: আসন্ন ৬ নং আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্ধিতা করায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানাগেছে, গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে কার্যকরী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সিন্ধান্ত মোতাবেক আসন্ন আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম মিঠু মৃধা’র বিপক্ষে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করায় তাকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ আমতলী পৌরশহরে মাইকিং করে এ বহিষ্কোরের ঘোষণা দেয়া হয়েছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
