
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের (এইচএম এরশাদ) কুলখানি বুধবার অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে এইচ এম এরশাদের কুলখানি হবে। তার রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
আরো পড়ুন>>> এরশাদের আসন শূন্য ঘোষণা
গত ১৪ জুলাই সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাবেক সামরিক শাসক এইচএম এরশাদ। মঙ্গলবার রংপুরে নিজ হাতেগড়া ‘পল্লীনিবাসে’ তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
স্বাআলো/এএম
.
Author
Admin
