খুলনায় নারী ব্যাংক কর্মকর্তাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

খুলনা ব্যুরো : খুলনায় এক্সিম ব্যাংকের সাবেক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ ও তার বাবা ইলিয়াছ আলীসহ তাকে হত্যা মামলায় ঘটনায় অভিযুক্ত ৫ আসামিকে ফাঁসির আদেশ  দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ৩ নং ট্রাইব্যুনালের বিচারক  মহিদুজ্জামান এ রায় ঘোষণা  করেছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ। এছাড়া রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, অ্যাডভোকেট তসলিমা খাতুন, অ্যাডভোকেট কুদরত ই খুদা।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, খুলনা নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা রোডের বাসিন্দা সাইফুল ইসলাম পিটিল (৩০), তার ভাই শরিফুল (২৭),লিটন (২৮),আবু সাইদ (২৫) ও  আজিজুর রহমান পলাশ (২৬)। তাদের মধ্যে হত্যাকান্ডের পর থেকেই আসামি শরিফুল পলাতক রয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, কর্মস্থলে যাওয়া-আসার পথে এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে উত্যক্ত করতো এলাকার কয়েকজন  সন্ত্রাসী। তাদের উত্যক্তের প্রতিবাদের কারণে ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণ করে হত্যা করে  তার পিতা ইলিয়াস চৌধুরীকেও  হত্যা করা হয়। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।  বাবা ও মেয়েকে হত্যার পর বাড়ির ভেতরে সেফটি ট্যাংকির মধ্যে লাশ ফেলে দেয় খুনিরা। পরে তাদের  টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটে পালিয়ে যায় খুনীরা।

এঘটনায় লবণচরা থানায় পারভীন সুলতানার ভাই রেজাউল আলম চৌধুরী বিপ্লব  ১৯ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেন । পারভীন সুলতানাকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ২২ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের হয় । ২০১৬ সালের ৯ মে হত্যাকান্ডের ও একই বছরের ২৪মার্চ গণধর্ষনণর মামলায় তদন্ত কর্মকর্তা এস আই কাজী বাবুল ওই ৫জনকে অভিযুক্ত করে খুলনার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করেন।

স্বাআলো/এসএ

 

.

Author