গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

চট্টগ্রাম ব্যুরো: নগরের বন্দর থানা এলাকায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে কুসুম বেগম (৫০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

সোমবার দিনগত রাতে পোর্ট কলোনির ৯ নম্বর রোডের আসমা খাতুনের বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

কুসুম বেগম একই এলাকার নাইমুল হকের স্ত্রী।

বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

স্বাআলো/আরবিএ

.

Author