
জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইল জেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও রাস্তায় স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্যক্তের অভিযোগে ১৪জন কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদেরকে আটক করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, নড়াইল শহর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল কলেজের ছাত্রীদের উত্যক্তের ঘটনায় ১৭-২৩ বছর বয়সী ১৪ কিশোরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, নড়াইল শহরের মহিষখোলার শাহিনুর মল্লিকের ছেলে সাব্বির রহমান আকাশ (২০), সাইফুর রহমানের ছেলে মেহরাব হোসেন (১৮), আলাদাৎপুর এলাকার এবিএম গোলাম মোস্তফার ছেলে গোলাম সাকলাইন (২০), আব্দুর রউফ শেখের ছেলে শেখ রাশেদ আহম্মেদ আকাশ (২০), শেখ জালাল উদ্দিনের ছেলে সাজ্জাদ জালাল পিয়াস(২০), আমিনুর রহমানের ছেলে আশিকুল ইসলাম (১৯), মাহমুদ খানের ছেলে নয়ন খান (১৮), এলাহী সরদারের ছেলে সজিব (২০), বরাশুলার আনারুল কবিরের ছেলে সজিব হাসান (২১), নাকসী গ্রামের আব্দুস সালামের ছেলে নাইম(২০), লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের জান্নু শেখের ছেলে শাহীন শেখ (২০), নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের ওহিদুজ্জামানের ছেলে রাহাতুজ্জামান বিশাল (২৩), কাজী জাকির হোসেনের ছেলে আমির হামজা আকাশ(২২) ও কালিয়া উপজেলার আমতলা গ্রামের আকাম শেখের ছেলে এসএম আকাশ (১৭)।
আরো পড়ুন>> পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে ১ যুবক গ্রেফতার
মোহম্মদ জসিম উদ্দিন আরো জানান, ভবিষ্যতে যাতে কেই মেয়েদের উত্যক্ত না করে সে ব্যাপারে আটককৃতদের অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এছাড়া ছাত্রীরা যাতে নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে এবং বখাটেরা যাতে উত্যক্ত করতে না পারে সেদিকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।
স্বাআলো/এম
.
Admin
