
জেলা প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় নিউ বসুন্ধরা প্রা. লি. নামের অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কে প্রিজন ভ্যানে না নিয়ে তার প্রাইভেট গাড়িতে কারাগারে যাওয়ার সুযোগ করে দেয়ার ৫ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। কর্তব্যকাজে উদাসিনতার অভিযোগে ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই রফিকুল ইসলাম, এসএসআই সিরাজুল ইসলাম, কনষ্টেবল রঞ্জিত, আবুল হোসেন ও আব্দুস সোবাহন। এ ঘটনায় আজ মঙ্গলবার আদালত থেকে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ ওঠে, ১১০ কোটি টাকা পাচার মামলার আসামি বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল স্টেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদারকে এজলাস থেকে নামানোর পরে তার হাতে হাতকড়া না পরানো এবং পুলিশের প্রিজনভ্যান ছাড়া আসামির ব্যক্তিগত গাড়িতে করে কারাগারে পৌঁছে দেয়া হয়।
আরো পড়ুন>> বাগেরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বিকেলে সাংবাদিকদের বলেন, আদালতে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে কর্তব্যকাজে অবহেলা করেছেন। তাই আদালতে কর্মরত ওই পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে । উল্লেখ্য , সোমবার বাগেরহাটের নিউ বসুন্ধরা রিয়েল ষ্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান তালুকদার দুদকের করা ১১০ কোটি টাকা পাচারের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি আব্দুল মান্নান তালুকদার আদালতের এজলাস থেকে নেমে বাইরে বের হলে তার আইনজীবীরা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপুর নেতৃত্বে অন্তত ৪০ জন আইনজীবী তাকে ঘিরে নিয়ে দোতলা থেকে নিচতলা পর্যন্ত এগিয়ে দেন। পরে মান্নান তালুকদারের ব্যক্তিগত গাড়িতে করে তাকে জেলা কারাগারের ফটকে পৌঁছে দেয়া হয়।
স্বাআলো/এম
.
Admin
