নড়াইলে মাদক বিরোধী অভিযানে আটক ১০

জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইলে মাদক বিরোধী  বিশেষ  অভিযানে ১০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় ৪১৬ পিস ইয়াবা, ৫৩০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৩৫), রনি (৩২), চরকালনা গ্রামের সবুজ সিকদার ওরফে ড্যানিস (৩০), গোপীনাথপুর গ্রামের আশরাফ (৫৫), কুন্দশী গ্রামের শিমুল (৩০), কালিয়া উপজেলার  শাহীনুর (৩৮), তেরোখাদার আরিফুল (২৫), নড়াগাতি থানার পাখিমারা গ্রামের  তাজিবুর (৩৫), নড়াগাতী গ্রামের লাকি লস্কার (৫০) এবং নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের বাদশা শেখ (৪২)।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জসিম উদ্দিন এ তথ্য প্রদান করেন। তিনি বলেন, নড়াইলকে অচিরেই মাদক মুক্ত জেলা ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করছি । যতদিন নড়াইল মাদক মুক্ত না হবে এ অভিযান চলতে থাকবে। বাংলাদেশের মধ্যে নড়াইলকে প্রথম মাদক মুক্ত জেলা ঘোষণা করা হবে। মাদকের সাথে জড়িত যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবেনা।

স্বাআলো/এসএ

.

Author