
জেলা প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইমান আলী মোল্যা এবং ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বাশার রুকু মোল্যা হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতারসহ বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কান্দুরী গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন আইচপাড়ার জসিম মোল্যা, সাদেক মোল্যা, নিহত ইমান আলীর বোন সালমা বেগম, নিহত রুকুর মা ও ইমান আলীর স্ত্রী।
বক্তারা বলেন, এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সালের ৬ ডিসেম্বর নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে ধানকাটার সময় ইমান আলী মোল্যা (৩৫) ও আবুল বাশার রুকু মোল্যাকে (৩৪) বিএনপি সমর্থিত ইলিয়াস মোল্যা ও গোলাম তালুকদারসহ তার লোকজন নির্মম ভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। এসময় শটগানের গুলিতে আরো অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
এই ঘটনায় ১০৫ জনকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করা হয়। হত্যাকান্ডের সাত মাস অতিবাহিত হলেও সব আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। এরা সকলে বিএনপির লোক। এই মামলা তুলে নিতে বাদী জসিম মোল্যাকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয়েছে।
গত ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কান্দুরী গ্রামের তিতু মোল্যার বাড়ির কাছে জসিমের পথরোধ করে ওই গ্রামের রাবু মোল্যা, মিজান চৌধুরী, অকিদুর চৌধুরী, আলিম মোল্যা, জিয়ার মোল্যা, জুবায়ের মোল্যা, সজিব মোল্যা, সাজিদ তালুকদার ও সাকিব তালুকদার তাকে (জসিম) রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়। মামলা না তুললে মেরে ফেলার কথাও বলে তারা। এ ঘটনায় জসিম গত ১৮ এপ্রিল নড়াগাতি থানায় জিডি করেন। এ হত্যা মামলার আসামি কান্দুরী গ্রামের ইলিয়াস মোল্যা (৫০), গোলাম তালুকদার (৫৫), মিজান চৌধুরী (৩৫), সবিজ মোল্যা (৩০) ও রউফ মোল্যা (৪৫) জামিনে বেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
স্বাআলো/ডিএম
.
Admin
