বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা : মাগুরায় পৃথক বজ্রপাতের ঘটনায় গফুর লস্কার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।

আজ মঙ্গবার বিকেলে সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও শ্রীপুর উপজেলায় এসব বজ্রপাতের ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, গফুর লস্কার বিকালে শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে ধানের চারাতে সার দিচ্ছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত গফুর লস্কার শ্রীপুর উপজেলার বাখেরা মোকর্দমখোলা গ্রামের খাদেম লস্কারের ছেলে।

আরো পড়ুন>> মাগুরায় ছাদ থেকে পড়ে শিক্ষকসহ ২ জনের মৃত্যু

একই সময় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আরো পাঁচজন আহত হন। আহদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মাগুরা সদরের ছোটফালিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে আহম্মেদ (৩০), কুকনা গ্রামের শরিফ হোসেনের মেয়ে শিল্পী (২৫) আরালিয়া গ্রামের আবুল হাসানের মেয়ে আম্বিয়া (১৫), বালিয়াডাঙ্গা গ্রামের লাভলু রহমানের মেয়ে ঝর্ণা (৪০) ও গোয়ালবাথান গ্রামের শুকুর আলীর মেয়ে বিউটি (৩৫)।

স্বাআলো/এম

.

Author