
জেলা প্রতিনিধি, বরগুনা : রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান স্বাক্ষী ও হত্যাকাণ্ডের মূলহোতা তার স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নিকে অবশেষে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় রিফাতের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে মিন্নিকে রিমাণ্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে রিফাত হত্যার মূল রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন।
আব্দুল হালিম দুলাল শরীফ স্বাধীন আলো ডটকমকে জানান, মিন্নির পরিবার তার প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয়বার আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে। সন্ত্রাসীদের সাথে ওই পরিবারের যোগাযোগ ছিল। তারা পূর্ব পরিকল্পিত ভাবে রিফাতকে হত্যা করেছে। আর এর মূল হোতা মিন্নি। তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সব রহস্য উন্মোচন হবে বলে তিনি দাবি করেছেন।
আরো পড়ুন>> অবশেষে মিন্নিকে গ্রেফতার দেখালো পুলিশ
মিন্নিকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে দুলাল শরীফ বলেন, রিফাতকে কোপানোর সময় মিন্নি খুনিদের জাপটে ধরেছে। কিন্তু খুনিরা কেউ মিন্নির ওপর চড়াও হয়নি এমনকি মিন্নিকে একটা টোকাও দেয়নি। যখন রিফাত আহত এবং রক্তাক্ত অবস্থায় একা একা রিকশাযোগে হাসপাতাল যাচ্ছিল তখন মিন্নি তার ব্যাগ ও স্যান্ডেল গোছানোর কাজে বেশি ব্যস্ত ছিল। খুনিদের একজন রাস্তা থেকে ব্যাগ তুলে মিন্নির হাতে দিয়েছে। মিন্নি ওই ব্যাগ নিয়ে স্বাভাবিকভাবে হাঁটছিল। এছাড়া আমার ছেলে রিফাত শরীফকে অ্যাম্বুলেন্সযোগে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময়ও যায়নি মিন্নি। আসলে সবই ছিল মিন্নির অভিনয়।
তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের দাবি করেন।
স্বাআলো/এম
.
Admin
