
রংপুর ব্যুরো : এরশাদ ভক্ত নেতাকর্মীদের তীব্র বাঁধা ও প্রতিরোধের মুখে অবশেষে নিজের গড়া স্বপ্নের বাসভবন রংপুরের পল্লী নিবাসেই চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
এর আগে কবরের পাশে তার মরদেহকে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অনার প্রদান করা হয়।
রংপুরের মানুষের ভালোবাসায় প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় পার্টির সিদ্ধান্তের পর আজ বিকেলে পল্লী নিবাসেই এরশাদকে দাফন করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রংপুর-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি এ আসন থেকে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি বিবেচনা করা হয়। এরশাদ জেলে থেকেও এখান থেকে ভোট করে বারবার নির্বাচিত হয়েছেন। তাকে নিয়ে রংপুরের মানুষের এক ধরণের আবেগ কাজ করে। সেই আবেগ থেকেই কেন্দ্রের সিদ্ধান্ত উপেক্ষা করে এখানকার নেতাকর্মীরা পল্লী নিবাসে এরশাদের জন্য কবর খুঁড়ে রাখেন। তারা এরশাদকে রংপুরেই সমাহিত করার সিদ্ধান্তে অনড় থাকেন।
স্বাআলো/এএম
.
Admin
