রাজ্জাক কলেজে রাজু স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের ডা. আব্দুর রাজ্জাক কলেজ পরিচালনা কমিটি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী রেজা রাজু স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে।

আজ মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, গভর্নিং বডির সদস্য শেখ আব্দুল মতলেব বাবু, আনিসুর রহমান, শিক্ষক প্রতিনিধি শাহানাজ বেগম, আব্দুল গফুর, রুমি আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে আলী রেজা রাজুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

স্বাআলো/এসএ

.

Author