গৃহশিক্ষকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে নার্সারি পড়ুয়া ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তরিকুল ইসলাম নামের এক গৃহশিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

আজ মঙ্গলবার রাতে ভিকটিমের মা বাদি হয়ে এ মামলা করেন। যার মামলা নং-১২। শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর গৃহশিক্ষক পালিয়েছে।

ভুক্তভোগী ওই শিশুর স্বজনরা জানান, গত রবিবার বিকেলে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জামলা গ্রামের ইজ্জত আলীর ছেলে তরিকুল ইসলাম ওই শিশুকে পড়াতে যায়। প্রতিদিন ভোরে শিশুর বাবা যশোর শহরে রিকসা চালাতে যান। তরিকুল পড়াতে যাওয়ার পর ওই শিশুর মা বাড়ি থেকে বাইরে যান। এ সুযোগে গৃহশিক্ষক তরিকুল ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুর কান্নাকাটির শব্দ শুনে মা এগিয়ে আসলে তরিকুল পালিয়ে যায়।

ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনা জানার পর তিনি ওই শিশু পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন।

থানার ওসি (তদন্ত) এসএম এনামুল হক জানান, মঙ্গলবার শিশুর পরিবার অভিযোগ দায়ের করার পর ধর্ষণ চেষ্টার ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষক তরিকুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্বাআলো/এম

 

.

Author