আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদরের শিঙ্গা গ্রামের আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল-শিঙ্গাশোলপুর সড়কে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমিদাতা দূর্গাদাস মূর্খাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রায়, গোবরা মিত্র কলেজের সহকারি অধ্যাপক কাজী ওমর ফারুক, অভিভাবক স্বপ্না সাহা, শিক্ষক আঞ্জমারা সাথী, মিনি খানম, অনপমা ঘোষ প্রমুখ। মানববন্ধনে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী, অভিভাবকগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৯৯ সাথে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সাথে এ এলাকার শিশু শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেড় শতাধিক। এ বিদ্যালয়ের শিক্ষকরা বিনা বেতনে দীর্ঘদিন পাঠদান করে আসছেন।

স্বাআলো/আরবিএ

.

Author