উলিপুরে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানি দেখতে গিয়ে নৌকাডুবিতে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কুড়িগ্রামের উলিপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নৌকায় চড়ে ২০ থেকে ২৫ জন নারী ও শিশু কালডাবরীর দোলা এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে যায়। এ সময় তলা ফেটে নৌকাটি ডুবে যায়। সাঁতরে কয়েকজন তীরে উঠলেও নিখোঁজ ছিল ৫ জন।

পরে এলাকাবাসী দুই শিশুসহ এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের সন্ধান চালায়। পরে আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা জানান, বন্যার পানিতে ৫ জনের মৃত্যুর খবর দিয়েছে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা।

নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো চিলমারী ইউনিয়নের গাছবাড়ীর মাইদুলের ১৮ মাস বয়সী মেয়ে মনি খাতুন, অষ্টমীর চরের খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে হাসানুল হক এবং রানীগঞ্জের চুনমুল পাড়ার প্রতিবন্ধী বীথি (১০)।

.

Author