
নিজস্ব প্রতিবেদক, যশোর : বৃহস্পতিবার থেকে যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন হবে। অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সময় সাত নির্ধারণ করা হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সাতদিন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না।
স্বাআলো/এম
.
Author
Admin
