
চৌগাছা (যশোর) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরের চৌগাছায় মৎস্য সম্পদের অগ্রগতি, সম্ভাবনা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য অফিসার এসএম শাহাজান সিরাজ সপ্তাহব্যাপী নেয়া নানা কর্মসূচি তুলে ধরে সেগুলো বাস্তবায়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বাজার মনিটরিং।
এসময় সাংবাদিকদের তিনি জানান, গত ২০১৮-১৯ অর্থবছরে উপজেলায় মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছে ১৮ হাজার মেট্রিক টন। গুণগত মান রক্ষাসহ দেশীয় প্রজাতির পাবদা, গুলশা (ট্যাংরা) ও শিং মাছ চাষিদের উৎসাহ দেয়া হচ্ছে। দেশী প্রজাতির মাছের অভয়ারণ্য গড়ে তুলতে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/আরবিএ
.
Admin
