জিয়াউর রহমানের নামের শহীদ শব্দ বাদ দেয়ার দাবি ছাত্রলীগের

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামের আগের শহীদ শব্দটি বাদ দেয়ার দাবি করেছে। আজ মঙ্গলবার দুপুরে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী কাছে এই দাবি করা হয়।

একই সাথে ছাত্রলীগের পক্ষ থেকে ক্যাম্পাসকে শিবির ও মাদকমুক্ত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে একজন মনোবিজ্ঞানী নিয়োগ এবং ক্যাম্পাসে একটি মানসম্পন্ন সুইমিং পুল নির্মাণ করার দাবি করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/ডিএম

.

Author