
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : টানা কয়েকদিন ভারি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ এশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রায় ১৫২ মানুষের মৃত্যু হয়েছে। ওই বন্যায় নিখোঁজ রয়ছে কমপক্ষ্যে ২ শতাধিক। আহত হয়েছে অসংখ্য মানুষ। মঙ্গলবার পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২৬ লাখ মানুষ।
এবারের বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নেপালে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে অন্তত ৭৮ জন মারা গেছে। ১৬ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ভারতের আসাম, বিহার, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র ও ত্রিপুরায় প্রায় ৬০ লাখ মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে।
নেপালের পরিস্থিতি দেশটির সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি তারা সাহায্যের আবেদন জানিয়েছে। নেপালের সীমান্তবর্তী ভারতের আসাম ও বিহারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আসামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত ৫২ লাখ মানুষ।
এদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে। ১২০টি ঘরবাড়ি ধসে গেছে। খাবার পানি ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে সেখানে। অনেক লোকজন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। বন্যা দেখা দিয়েছে মিয়ানমারেও। ক্ষতিগ্রস্ত ২৩ হাজার মানুষ।
স্বাআলো/এএম
.
Admin
